ক্যারাটে প্রতিযোগিতায় ক্যানিংয়ের ক্ষুঁদেদের জয়জয়কার,গোল্ড ৬৫,সিলভার ৫,ব্রোঞ্জ ২

ক্যারাটে প্রতিযোগিতায় ক্যানিংয়ের ক্ষুঁদেদের জয়জয়কার,গোল্ড ৬৫,সিলভার ৫,ব্রোঞ্জ ২
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - ৬৫ টি গোল্ড,৫ টি সিলভার ও দুটি ব্রোঞ্জ পদক পেয়ে তাক লাগিয়ে দিল ক্যানিংয়ের ৩৬ জন ক্ষুঁদে ক্যারাটে প্রতিযোগি। যা ক্যানিং তথা সুন্দরবনের বুকে সর্বকালিন এক বিরল রেকর্ড। 
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।  সেখানে ‘স্পোর্টস ফেস্টিভাল বিজন নাইয়া মেমোরিয়াল কাপ -২০২৫’ ক্যারাটে প্রতিযোগিতায় প্রায় ৫০০ প্রতিযোগি অংশ গ্রহণ করেছিল। তারমধ্যে ক্যারাটে প্রশিক্ষক শিহান রাজু বিশ্বাসের নেতৃত্বে ক্যানিং থেকে ৩৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়।কাতা,কুমিতে এবং কিহন বিভাগে ৬৫ টি গোল্ড,৫ টি সিলভার ও ২ টি ব্রোঞ্জ পদক উপহার দেয় সোমদত্তা মন্ডল,সৌমিলি মন্ডল,আয়ুষ বিশ্বাস,অদিতি দেবনাথ,জয়দেব দাস,ইরফান হাবিব খান,সায়ন মন্ডল,অদ্রিজা দে ,দেবস্মিতা মন্ডল,ত্রিশা বাল্মিকী,  সোহন মল্লিক,অনুরাগ সরদার,সিধু জাগুলিয়া, প্রিতম মন্ডল,বিজেতাংশু দেবনাথ সহ অন্যান্যরা।