জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ঝড় তুলল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’

জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ঝড় তুলল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’

জগজাকার্তা: এই বছরের ২০তম জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল–এ একমাত্র বাংলা ভাষার ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। আর প্রথম প্রদর্শনীতেই ছবিটি দারুণ সাড়া পেল।
প্রিমিয়ার শো ছিল হাউসফুল। রাত বারোটা পর্যন্ত চলা এই স্ক্রিনিংয়ে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটা উপভোগ করেছেন। ক্রেডিট রোল শেষ হওয়া পর্যন্ত প্রায় কেউই হল ছাড়েননি। ভাষাগত বাধা সত্ত্বেও বিদেশি দর্শকদের প্রতিক্রিয়া ছিল জোরালো—হাসি, করতালি, প্রতিটি মুহূর্তে সাড়া।
স্ক্রিনিং–এর পর থেকেই ছবিটি চমৎকার রিভিউ পাচ্ছে, আর উৎসব কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত শো রাখার জন্য চাপ বাড়ছে।
ছবির টিম জানিয়েছে, ইতিমধ্যেই দুটি আন্তর্জাতিক উৎসব তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া বিদেশি ডিস্ট্রিবিউটর–দেরও আগ্রহ দেখা যাচ্ছে ছবিটি আন্তর্জাতিকভাবে রিলিজ করার জন্য।
স্ক্রিনিং শেষে পরিচালক বলেন,
“ভাষার বাধা থাকা সত্ত্বেও বিদেশি দর্শক ছবিটা দারুণভাবে উপভোগ করেছেন। প্রতিটি মুহূর্তে তারা প্রতিক্রিয়া দিয়েছেন। এটাই সিনেমার শক্তি—এটা ভাষা আর সংস্কৃতির সীমানা ছাড়িয়ে যায়।”
এই প্রতিক্রিয়ায় স্পষ্ট, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই বছরের উৎসবের অন্যতম চমক হয়ে উঠেছে এবং নতুন করে বাংলা স্বাধীন চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়াচ্ছে।