নতুন বছরের শুরুতেই সেবার ডালি: সাগর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার

নতুন বছরের শুরুতেই সেবার ডালি: সাগর গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​২০২৬ সালের প্রথম দিনটিকে কেবল উৎসবে নয়, বরং সেবামূলক কাজের মাধ্যমে উদযাপন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বৃহস্পতিবার সকালে তিনি সাগর গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন। ​পহেলা জানুয়ারি যেমন ক্যালেন্ডারের নতুন পাতা, তেমনই এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দ্বৈত উদযাপনকে স্মরণীয় করে রাখতে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বেছে নিলেন আর্তের সেবা। বৃহস্পতিবার সকালে কোনো আড়ম্বর ছাড়াই তিনি পৌঁছে যান সাগর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের শয্যার পাশে দাঁড়ান এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা নিয়েও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। ​উৎসবে যখন গোটা রাজ্য মাতোয়ারা, তখন হাসপাতালের চার দেওয়ালে বন্দি অসুস্থ মানুষদের মুখে হাসি ফোটালেন মন্ত্রী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন হাসপাতালের প্রতিটি রোগীর হাতে স্বাস্থ্যকর ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়। মন্ত্রীর এমন আন্তরিক ব্যবহারে খুশি রোগী ও তাঁদের পরিজনেরা। এক রোগীর আত্মীয়র কথায়, "বছরের প্রথম দিনে খোদ মন্ত্রী এসে আমাদের খোঁজ নিচ্ছেন, এটা দেখে খুব ভালো লাগছে।"
​​এদিন কর্মসূচি শেষে বঙ্কিমচন্দ্র হাজরা জানান,আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এবং বছরের প্রথম দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই হলো মানুষের সেবা করা। তাই উৎসবের দিনে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। আমি সকলের সুস্বাস্থ্য ও আরোগ্য কামনা করি।"
​সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার অঙ্গীকার নিয়ে এদিন হাসপাতাল চত্বর ছাড়েন মন্ত্রী। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ ও দলীয় কর্মীরা।