নতুন ভাইস চেয়ারম্যান পেল রাজপুর সোনারপুর পুরসভা

নতুন ভাইস চেয়ারম্যান পেল রাজপুর সোনারপুর পুরসভা

সুব্রত মন্ডল, সোনারপুর: দীর্ঘ আড়াই বছর পর রাজপুর সোনারপুর পুরসভা নতুন ভাইস  চেয়ারম্যান পেল। গত বুধবার এই পদে নিযুক্ত করা হলো ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখোপাধ্যায়কে। পাপিয়া মুখোপাধ্যায় ২০২২ সালে প্রথমবার কাউন্সিলার হয়েছিলেন। ভাইস চেয়ারম্যান হিসেবে এদিন শপথ নিয়ে কাজে যোগ দিলেন পাপিয়া মুখোপাধ্যায়। গত তিন বছর আগে পুর সভার ভোটের পরে এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোফাজ্জল হোসেনকে। কিন্তু কাজে যোগ দেওয়ার ৬ মাসের মাথায় নানা রকম অভিযোগের  পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়।  তখন থেকেই ফাঁকা ছিল এই পদটি। মোফাজ্জল হোসেনের আগে এই ভাইস চেয়ারম্যান পদটা   কেন্দ্র করে অভিষেক এবং আইপ্যাকের দপ্তর থেকে সোনারপুর টাউনের আই-এন-টি-টি-ইউসির কনভেনার তাপস চ্যাটার্জী ওরফে (অশোক চ্যাটার্জি )নামও উঠে এসেছিল। কিন্তু পুরসভার চেয়ারম্যান থেকে বিধায়ক  লাভলি মৈত্র  তাপস চ্যাটার্জির নাম কেউই মেনে নেয়নি। সেই নামটি নিয়ে লোকালে অনেকটাই জল ঘোলা হয়েছিল। দীর্ঘ আড়াই বছর এত কিছু তালবাহানার পরে  আজ সেই পথটি পূরণ করলেন পাপিয়া দেবী। সাধারণ মানুষের অনেক শুভেচ্ছা বার্তাও পেয়েছেন। আগামী দিনে ভালো কাজ করার অপেক্ষাতেই উনি আছেন। অন্যদিকে রাজ্যের একাধিক পুর সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ আনছেন তৃণমূল নেতৃত্ব।  সেই সূত্রে রাজপুর সোনারপুরে বহুদিনের ফাঁকা একটি পথ পূরণ করা হলো। সূত্রের খবর কাকে এই আসনে বসানো হবে।  সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে উঠে এসেছিল বিভিন্ন মহলে। একাধিক দাবিদারদের নামও উঠে আসে। শেষ পর্যন্ত শেষ হাসি টাই হাসলেন,  সোনারপুর উত্তর বিধানসভা। সেখান থেকেই কাউন্সিলারের পদটি পূরণ করা হলো। চেয়ারম্যান পল্লব দাস পাপিয়া দেবীকে শপথ বাক্য পাঠ করান। এই মহুতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিআইসি নজরুল আলী মন্ডল,সোনালী রায় সহ কয়েকজন কাউন্সিলর ও পুরসভার আধিকারিকরা।  নতুন দায়িত্ব গ্রহণ করার পর পাপিয়া দেবী বলেন, সাধারণ মানুষের যাতে সব রকম পরিষেবা দিতে পারি, সেই জন্যই আগামী দিনে আপ্রাণ চেষ্টা করব। চেয়ারম্যান পল্লব দাস বলেন। দুজন হওয়াতে কাজের ভার অনেকটাই কমে গেল।  নতুন ভাইস চেয়ারম্যান কে বেশ কিছু দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।  পল্লব দাস বলেন পাপিয়া সবে নতুন জয়েন করেছে।  ২-৩ মাস কাজের অভিজ্ঞতা অর্জন করার পর ওকে পাটে -পাটে বিভিন্ন দপ্তর বুঝিয়ে দেওয়া হবে। পাপিয়া দেবী বলেন,আমার পাশে আমার দুটো দাদা আছে। সিআইসি নজরুল আলী মন্ডল এবং পল্লবদা। দুই দাদার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। সুতরাং মানুষের পাশে কাজ করতে আমার কোন অসুবিধা হবেনা।
সুব্রত মন্ডল, সোনারপুর: দীর্ঘ আড়াই বছর পর রাজপুর সোনারপুর পুরসভা নতুন ভাইস  চেয়ারম্যান পেল। গত বুধবার এই পদে নিযুক্ত করা হলো ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া মুখোপাধ্যায়কে। পাপিয়া মুখোপাধ্যায় ২০২২ সালে প্রথমবার কাউন্সিলার হয়েছিলেন। ভাইস চেয়ারম্যান হিসেবে এদিন শপথ নিয়ে কাজে যোগ দিলেন পাপিয়া মুখোপাধ্যায়। গত তিন বছর আগে পুর সভার ভোটের পরে এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোফাজ্জল হোসেনকে। কিন্তু কাজে যোগ দেওয়ার ৬ মাসের মাথায় নানা রকম অভিযোগের  পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়।  তখন থেকেই ফাঁকা ছিল এই পদটি। মোফাজ্জল হোসেনের আগে এই ভাইস চেয়ারম্যান পদটা   কেন্দ্র করে অভিষেক এবং আইপ্যাকের দপ্তর থেকে সোনারপুর টাউনের আই-এন-টি-টি-ইউসির কনভেনার তাপস চ্যাটার্জী ওরফে (অশোক চ্যাটার্জি )নামও উঠে এসেছিল। কিন্তু পুরসভার চেয়ারম্যান থেকে বিধায়ক  লাভলি মৈত্র  তাপস চ্যাটার্জির নাম কেউই মেনে নেয়নি। সেই নামটি নিয়ে লোকালে অনেকটাই জল ঘোলা হয়েছিল। দীর্ঘ আড়াই বছর এত কিছু তালবাহানার পরে  আজ সেই পথটি পূরণ করলেন পাপিয়া দেবী। সাধারণ মানুষের অনেক শুভেচ্ছা বার্তাও পেয়েছেন। আগামী দিনে ভালো কাজ করার অপেক্ষাতেই উনি আছেন। অন্যদিকে রাজ্যের একাধিক পুর সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ আনছেন তৃণমূল নেতৃত্ব।  সেই সূত্রে রাজপুর সোনারপুরে বহুদিনের ফাঁকা একটি পথ পূরণ করা হলো। সূত্রের খবর কাকে এই আসনে বসানো হবে।  সেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার শিরোনামে উঠে এসেছিল বিভিন্ন মহলে। একাধিক দাবিদারদের নামও উঠে আসে। শেষ পর্যন্ত শেষ হাসি টাই হাসলেন,  সোনারপুর উত্তর বিধানসভা। সেখান থেকেই কাউন্সিলারের পদটি পূরণ করা হলো। চেয়ারম্যান পল্লব দাস পাপিয়া দেবীকে শপথ বাক্য পাঠ করান। এই মহুতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিআইসি নজরুল আলী মন্ডল,সোনালী রায় সহ কয়েকজন কাউন্সিলর ও পুরসভার আধিকারিকরা।  নতুন দায়িত্ব গ্রহণ করার পর পাপিয়া দেবী বলেন, সাধারণ মানুষের যাতে সব রকম পরিষেবা দিতে পারি, সেই জন্যই আগামী দিনে আপ্রাণ চেষ্টা করব। চেয়ারম্যান পল্লব দাস বলেন। দুজন হওয়াতে কাজের ভার অনেকটাই কমে গেল।  নতুন ভাইস চেয়ারম্যান কে বেশ কিছু দপ্তরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।  পল্লব দাস বলেন পাপিয়া সবে নতুন জয়েন করেছে।  ২-৩ মাস কাজের অভিজ্ঞতা অর্জন করার পর ওকে পাটে -পাটে বিভিন্ন দপ্তর বুঝিয়ে দেওয়া হবে। পাপিয়া দেবী বলেন,আমার পাশে আমার দুটো দাদা আছে। সিআইসি নজরুল আলী মন্ডল এবং পল্লবদা। দুই দাদার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। সুতরাং মানুষের পাশে কাজ করতে আমার কোন অসুবিধা হবেনা।