সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী; শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জনজাতি গোষ্ঠির ভগবানসম ধরতি আবা বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ জন্ম দিবস উদযাপন হল। এই উপলক্ষে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা আদিবাসী অধ্যুষিত গ্রামের জয়গোপালপুর আদিবাসী অবৈতনিক বিদ্যালয় নিল এক অভিনব পদক্ষেপ । ভগবান বিরসা মুন্ডার আবক্ষ মুর্তি স্থাপন করল।ঐতিহাসিক-সাংস্কৃতিক সংগ্রহশালার দ্বারোদ্ঘাটন উদ্বোধন ও বিরসা মুন্ডার আবক্ষ মুর্তির আবরণ উন্মোচন করেন সাংসদ প্রতিমা মন্ডল ও মহকুমা শাসক মিঠুন বিশ্বাস। জনজাতি গোষ্ঠীর মানুষের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হয়। এই প্রথম সুন্দরবন এলাকায় কোন স্কুলে এমন ধরনের পদক্ষেপ ।এছাড়াও এখানে উপজাতীয় ঐতিহাসিক-সাংস্কৃতিক সংগ্রহশালা স্থাপন করা হয়েছে । যেখানে আদিবাসী জনজাতি গোষ্ঠির প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, বিভিন্ন রকমের তীর ধনুক সহ যুদ্ধাস্ত্র উপজাতীয় শ্রেনীর নানান দেব দেবতার মুর্তি, উৎসব অনুষ্ঠানে ব্যবহৃত বাদ্য যন্ত্র। আদিবাসী জীবনের উত্থান পতন, ভগবান বিরসা মুন্ডার জীবন কাহিনী নিয়ে দেওয়ালে চিত্রিত হয়েছে বিরল তৈল চিত্র । সংগ্রহ শালা ছাড়াও বিদ্যালয়ের সর্বত্র দেওয়াল সহ বিদ্যালয়ের প্রাচীরের দেওয়ালে চিত্রিত হয়েছে জনজাতির চাষবাস উৎসব ও সাংস্কৃতিক কাজকর্মের অনেক বর্নাঢ্য চিত্র। যা সুন্দরবনের বুকে অত্যন্ত এক মূল্যবান দলিল হয়ে উঠেছে । এই ভাবনা রূপায়ণ করেছেন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিত মহাকুড়। তাঁকে আন্তরিক ভাবে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় উৎসাহী জন সাধারণ। এখানে রয়েছে ডিজিট্যাল ক্লাসরুম। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ দীপক রঞ্জন মন্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা মন্ডল,ক্যানিং মহকূমা শাসক মিঠুন মিশ্বাস,জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন স্বর,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল,বিশিষ্ট চিত্রকর ক্ষিতীশ বিশাল ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষারত্ন বিবেক পাল।