তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সরকারি অবহেলার কারনে কিভাবে একটি সরকারি সেরিকালচার বিল্ডিং চোখের সামনে দরজা জানলা খুলে নিয়ে যাচ্ছে সেটা কেউ দেখেও দেখছে না।প্রায় দুই বিঘা জমির উপর এই সেরি কালচারের বিল্ডিংটি সবার চোখের সামনে নষ্ট হয়ে গেলেও কারো কোন হেলদোল নেই। হলদিবাড়ি এলাকার এক গ্রামবাসী এই পড়ে থাকা ভুতুরে বাড়ি সম্পর্কে বলেন, 'আমরা সেরিকালচার অফিসারকে এখানে কোন একটি সেরিকালচার অফিস রাখার কথা বলেছিলাম। কিন্তু আমাদের কোন কথার গুরুত্ব না দিয়ে সরকারের একটি অফিস বিল্ডিংকে কিভাবে নষ্ট করছে আমাদের কাছে, যা দেখে ভীষন খারাপ লাগছে।' জানা যায় ২০ বছর পূর্বে এই হলদিবাড়ির সেরিকালচার অফিসটি শুরু হবার দুই বছর যেতে না যেতেই এখান থেকে অফিসটি তুলে নিয়ে যায়।পার্শ্ববর্তী গ্রামের কংগ্রেস নেতা প্রভাস সরকার বলেন, 'সরকারি বিল্ডিংটি পড়ে পড়ে নষ্ট হচ্ছে অথচ এই জমিটি সরকারের কাজের জন্য চাওয়া হলে সেটা দেওয়া হয়নি। কালিয়াগঞ্জে একটি মহিলা কলেজের জন্য এই জায়গাটি চাওয়া হয়েছিল কিন্তু সেরিকালচার কর্তৃপক্ষ এই জমিটি কলেজ প্রতিষ্ঠার জন্য দেয়নি। অথচ আমাদের টাক্সের পয়সায় সরকার এই বিল্ডিং তৈরি করেও কেন সরকারি সম্পত্তি রক্ষা করতে পারছে না তার কোন সদুত্তর নেই সংশ্লিষ্ট কারও কাছে।