তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পৌরসভা থেকে ঘরের টাকা পেয়েও দীর্ঘদিন ধরে ফাউন্ডেশন পর্যন্ত করার পর আর এগোয়নি, তাদের বিরুদ্ধে থানার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু সাংবাদিকদের জানান। পৌরপিতা বিশ্বজিৎ কুন্ডু বলেন, 'যারা ঘরের টাকা পেয়েও এখনো ঘর করেনি তাদের সংখ্যা ৬০ জন। কলকাতা সুডা থেকে ম্যাডাম করবী ব্যানার্জি সম্প্রতি কালিয়াগঞ্জ পৌরসভায় এসে পৌর সভার ঘর প্রাপকদের ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ করেন। ম্যাডাম করবী ব্যানার্জি বলেন আগের ঘর প্রাপকরা ঘরের টাকা পেয়ে থাকলে এবং ঘর সম্পূর্ণ হলেই আবার নুতন করে ঘরের টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।'