তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মনমোহন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তিন লাখ টাকা ব্যয়ে পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিলেন পুত্র বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কিষণ চন্ডক এবং পুত্রবধূ বৃন্দা দেবী চন্ডক। বিজয় কিষণ চন্ডক এবং বৃন্দা দেবী চন্ডক দুজনেই স্বর্গীয় বাবা মদন লাল চন্ডক এবং স্বর্গীয় মাতা রামদেই দেবী চন্ডকের স্মৃতির উদ্দেশ্যে ফিতা কেটে এই বিশুদ্ধ পানীয় জলের ট্যাবের উদ্বোধন করেন।বিজয় কিষণ চন্ডক জানান, কালিয়াগঞ্জ কলেজেও ২০২৪ সালে কলেজের ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর বাবা এবং মায়ের স্মৃতির উদ্দেশ্যে। মনমোহন বালিকা বিদ্যালয়ের ২০০ জন ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লুৎফা বেগম বিজয় কিষণ চন্ডক এবং বৃন্দা দেবী চন্ডককে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতারাম তাপাড়িয়া, মোহন লাল মহেশ্বারী, মনোজ রায়, বিষ্ণু রাঠি, ভূপেন্দ্র মোহন ঝাঁ, প্রসেনজিৎ পাল সহ মারোয়ারী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।