বোলপুরে অনুব্রতর ‘কঠিন লড়াই’-এর বার্তা

বোলপুরে অনুব্রতর ‘কঠিন লড়াই’-এর বার্তা

দেবর্ষি মজুমদার, বোলপুর: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্ব, জেলা নেতা অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, রাজ্য বিধানসভা ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী, বিধান চন্দ্র মাঝি, অশোক চট্টোপাধ্যায়, নীলাবতি সাহা সহ অন্যান্যরা। তবে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পারিবারিক কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল এদিন শোনালেন একেবারে ভিন্ন সুর। তিনি বলেন, “আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত কঠিন হতে চলেছে।” যদিও মন্তব্যের ব্যাখ্যা দেননি, তবুও তাঁর বক্তব্যে সংগঠনকে মজবুত করার ওপর জোর ছিল স্পষ্ট। ব্লক সভাপতি থেকে বুথ স্তরের সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক করার পরামর্শ দেন তিনি।

রাজনৈতিক মহলে অনুব্রতবাবুর এই বক্তব্যকে আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ প্রস্তুতির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।