তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: আবারও ব্রাউন সুগার পাচারের ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের কুলিক ব্রিজের কাছ থেকে গ্রেপ্তার হল একজন। গ্রেপ্তার হওয়া যুবকের কালিয়াচকের বাসিন্দা। নাম শামীম শেখ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার। যেটি রায়গঞ্জ শহরের আশেপাশেই হস্তান্তর করতে আসছিল অভিযুক্ত।
এদিন অভিযুক্তকে পাকড়াও করার পর ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদীপ বৈরাগী এবং ডিএসপি রোহন ভৌমিক সহ রায়গঞ্জ থানার পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মাদক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করেন। পুলিশ জানিয়েছে, ধৃত শামীম শেখ কালিয়াচক থেকে রায়গঞ্জ এসেছিল।