মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সুন্দরবনের একাধিক প্রকল্পের উদ্বোধন

মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সুন্দরবনের একাধিক প্রকল্পের উদ্বোধন
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল। এদিন গঙ্গাসাগর থেকে তিনি বিভিন্ন প্রকল্পের সূচনা করেন।
ক্যানিং পূর্ব বিধানসভার মৌখালি খেয়াঘাটের আরসিসি সেতু নির্মাের জন্য বরাদ্দ ৬৪৭৫.৭৬ লাখ,মৌখালি সেতু নির্মান এবং সংযোগ সড়কের আলোকসজ্জা ৯২.৬, বাসন্তী ব্লকের অধীনে ৮৭ টি স্কুলে ৪০ টি এসিআর ,১ টি বিঞ্জান পরীক্ষাগার,১৩ টি গ্রন্থাগার, ৪৫ টি ডাইনিং হল,ছেলেদের ৪৪ টি ও মেয়েদের ৪০ টি শৌচালয়,এবং স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন ১২৯৯.৫৬ লাখ।বাসন্তী হাইস্কুলের গ্রন্থাগার নির্মানের জন্য বরাদ্দ ১৩.৯৯ লাখ।ক্যানিং বাস টার্মিনাসের আনুষঙ্গীক কাজ সহ যাত্রীশেড কে আধুনিক শেডএ উন্নীত করার জন্য বরাদ্দ ৩৭২.৪ লাখ।ঝড়খালির শহীদনগর বাজারের পরিকাঠামো ঊন্নয়ণের জন্য ২৪১.৫ লাখ।জয়নগরের ধোষা চন্দনেশ্বর নবীনচাঁদ হাইস্কুল মাঠে কমিউনিটি হল নিমাণের জন্য ৭০ লাখ। 
ক্যানিং বাস টার্মিনাসের আলোকসজ্জা ও উন্নীতকরণের জন্য ৩৫.৭৬ লাখ। 
গোসাবা এবং বাসন্তী ব্লকের জন্য ২ টি রো-রো এলসিটি ভেসেল নির্মাণের জন্য বরাদ্দ ১০৬১.৮৪ লাখ।বাসন্তীর গদখালি গ্যাংওয়ে পনটুন ধরনের ভাসমান রো-রো এলসিটি  জেটী নির্মানের জন্য বরাদ্দ ৮৪৪.৭৩ লাখ।গোসাবা ব্লকের অধীনে গোসাবা গ্যাংওয়ে পনটুন ধরনের ভাসমান রো-রো এলসিটি জেটী নির্মানের জন্য ৮০০.৭ লাখ,বাসন্তী ব্লকের ঝড়খালি জেটীর পুননির্মাণের জন্য বরাদ্দ ৫৬৩.৪৩ লাখ। গোসাবা ব্লকের জটীরামপুরে গ্যাংওয়ে কাম পনটুন জেটী নির্মাণের জন্য ৫১৫.৩৪ লাখ,গোসাবা বিডিও ঘাটে পনটুন জেটী নির্মাণের জন্য ২১৩.৬৮ লাখ।গোসাবা ব্লকের বালি ১ পঞ্চায়েতের আমলামেথি দত্ত নদীর উপর সেতারকোনার ঘাটে অ্যাপ্রোচ রোড এবং আরসিসি জেটী নির্মাণের জন্য ১৩৭.৬৫ লাখ,গোসাবার ছোট মোল্লাখালির কাপুর নদীর উপর কালিদাসপুর ৯ নম্বর ফেরীঘাট অ্যাপ্রোচ রোড এবং আরসিসি জেটী নির্মাণের জন্য বরাদ্দ ১৩৭.৬৫ লাখ।গোসাবার রাঙাবেলিয়া  পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর উপর রাজাপুর ঘাটে অ্যাপ্রোচ রোড এবং মাটি তদন্ত সহ আরসিসি জেটী নির্মাণে ১১৩.৪১ লাখ,গোসাবার আরামপুরে রো-রো পনটুন জেটীর সাথে আলোকিত অ্যাপ্রোচ রোড এবং পার্কিং এলাকা নির্মাণে বরাদ্দ ২৫১.৩৮ লাখ। বাসন্তী ব্লকের গদখালি মৌজায় রো-রো পনটুন জেটীর সাথে আলোকিত অ্যাপ্রোচ রোড এবং পার্কিং এলাকা নির্মাণে ২৪০.১৪ লাখ।ক্যানিং ২ ব্লকের তাম্বুলদহ ১ পঞ্চায়েতের তালদি ষ্টেশন থেকে হুগলি ব্রীজ পর্যন্ত ১.৪১ কিমি কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ৯৪.৬৬ লাখ। ক্যানিং ১ ব্লকের চানদহ স্লুইস গেট থেকে হাটপুকুরিয়া পঞ্চায়েতের আইসিডিএস সেন্টার পর্যন্ত ১.১০ কিমি কংক্রিট রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ৭৬.২৬ লাখ টাকা।ঝড়খালি হাইস্কুল থেকে ঝড়খালি ৩ নম্বর কালীমন্দির পর্যন্ত খাল পুনঃখননের জন্য বরাদ্দ ৯৭.০২ লাখ,বাসন্তী ব্লকের আমঝাড়া স্লুইস গেট  থেকে শিমুলতলা আমির গাজীর বাড়ি পর্যন্ত খাল পুনঃখননের জন্য বরাদ্দ ৭৮.৬৫ লাখ। গোসাবার দয়াপুর জেটী মেরামতির জন্য ২৬৮.৫৪ লাখ,শম্ভুনগর পঞ্চায়েতের ডুগডুগি ঘাটের নদীর তীর সুরক্ষা সহ প্রি-কাস্ট আরসিসি জেটী নির্মাণের জন্য ১২৬.১৯ লাখ বরাদ্দ করা হয়েছে।