মেধা উৎকর্ষ পরীক্ষা কালিয়াগঞ্জে 

মেধা উৎকর্ষ পরীক্ষা কালিয়াগঞ্জে 
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর কেসি উচ্চ বিদ্যালয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল "মেধা উৎকর্ষ" ২০২৫ পরীক্ষা। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ১ নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার এক সাক্ষাৎকারে জানান, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মূল উদ্দেশ্যই হলো শিক্ষা গনতন্ত্র ও সমাজতন্ত্রের প্রসার করা। সেই কারনে আমাদের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সমাজের প্রতি আলাদা দায়িত্ব ও কর্তব্য আছে। যা আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হয়।
তিনি বলেন, 'রাজ্যে সরকারি পোষিত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে যাতে মেধার উৎকর্ষ বৃদ্ধি ঘটে সেই কারণেই রাজ্যে দুই লক্ষ প্রাথমিক ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করেছে। আমাদের কালিয়াগঞ্জে আজ ২৪১ ছাত্র ছাত্রী এই মেধা উৎকর্ষ পরীক্ষায় অংশ নেয়।'
কালিয়াগঞ্জ এলাকার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ জন এই পরীক্ষায় বসবার আবেদন করলেও ২৪১ জন এই পরীক্ষায় অংশ গ্রহণ করে বলে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ১ নম্বর চক্রের সম্পাদক কৌশিক তালুকদার জানান।