রাজস্থানের রাজবাড়ীর আদলে কালিয়াগঞ্জে কালি পূজা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কালীপূজা এসে গেলেও কালিয়াগঞ্জ শহরের মায়ের পূজার মন্ডপের সাজসজ্জার কাজ সম্পন্ন করতে শেষ মুহূর্তের কর্মকর্তাদের কর্মতৎপরতা চোখে পড়ার মত।কালিয়াগঞ্জ সূরহৃদ সংঘের শ্যামা পূজা এবারে ৭৫ তম বর্ষে পা দিল। কালিয়াগঞ্জ মাহেন্দ্রগঞ্জ সূরহৃদ সংঘের কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য জানান, তাদের পূজার থিম এবার রাজস্থানের একটি জমিদার বাড়ির আদলে তৈরি করা হয়েছে। এখন শুধু ফিনিশিং টাচ দেবার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। জানা যায় এবারের মন্দিরের ডেকরেশনের কাজ করছে মেদিনীপুরের তমলুকের মহাদেব বাগ। তিনি জানান, এখানে কাজ করে খুব আনন্দ পাচ্ছি। এখানকার মানুষজন খুব শান্তিপ্রিয়। জানা যায় মায়ের মূর্তি বানিয়েছে গঙ্গারামপুরের মৃৎ শিল্পী উত্তম পাল প্রতিবারের মত এবারেও বানিয়েছেন।
সুদীপ ভট্টাচার্যের মতে, এবার মানুষের ঢল নামবে তাদের পুজো মন্ডপে। তবে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের পুজো মন্ডপে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে দৃষ্টি রাখবার ব্যবস্থা নিতে।
admin