নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: রবিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা ফুটবল খেলোয়ার মেসি এসেছিল,কিন্তু সেই দিন স্টেডিয়ামে বিশাল বিশৃঙ্খলা হয়েছিল যার ফলে বহু দর্শক মেসিকে দেখতে পাইনি,তার জন্য স্টেডিয়াম মাঠে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। দর্শকদের ধারণা সেই সময় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সহ ভিআইপিরা মেসিকে এমন করে ঘিরে ধরেছিল যার ফলে দর্শকরা মেসিকে দেখতে পাইনি , তাই নিয়ে স্টেডিয়ামে বিশৃঙ্খলা হয় স্টেডিয়ামে কিছু জিনিস ভাঙচুর করে দর্শকরা। বেশিরভাগ দর্শকই মনে করেছিল ভিআইপিদের জন্য মেসিকে দেখার থেকে বঞ্চিত হয়েছেন তারা। বিশেষ করে মন্ত্রীদের সম্বন্ধে সোশ্যাল মিডিয়া বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসু সম্বন্ধে। কলকাতা হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা ও হয়।তাই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পেশ করেন।সেই সম্বন্ধে সাংবাদিকরা প্রশ্ন করলে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অরূপ বিশ্বাস ঠিক কাজ করেছেন।