সিভিল ডিফেন্সের রেসকিউ ড্রোন
নিজস্ব প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা। সাগরতটে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষের এই ভিড়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার আসবে অত্যাধুনিক রেসকিউ ড্রোন। প্রতিবছরই মুড়িগঙ্গা নদী বা মেলার বিভিন্ন স্নানঘাটে অসাবধানতাবশত তলিয়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে। সেই ঝুঁকি কমাতে প্রশাসনের তুরুপের তাস এই বিশেষ ড্রোন। ড্রোনের কার্যকারিতা নিয়ে ৮ জানুয়ারি একটি সফল মহড়া সম্পন্ন হয়েছে। এই ড্রোনটি কেবল নজরদারি করবে না, বরং জলে বিপদগ্রস্ত কোনো ব্যক্তিকে শনাক্ত
করার সাথে সাথে দ্রুত গতিতে তাঁর কাছে পৌঁছে যাবে। ড্রোনটি ডুবন্ত মানুষকে ভেসে থাকতে সাহায্য করবে এবং বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করে পাড়ে ফিরিয়ে আনতে সক্ষম। বর্তমানে পরীক্ষামূলকভাবে একটি অত্যাধুনিক ড্রোন মোতায়েন
করা হলেও, ভিড় ও পরিস্থিতির সংবেদনশীলতা বিচার করে ভবিষ্যতে আরও ড্রোন নামানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। প্রশাসনের এই আধুনিক উদ্যোগে খুশি আগত পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও।
admin