তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: অবশেষে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেল স্টেশনে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের তৎপরতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে রেলের গুরুত্বপুর্ন পিট লাইন ও শিট লাইনের কাজ শুরু হতে যাচ্ছে। সোমবার সাংবাদিকদের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান, উত্তর দিনাজপুর জেলায় রেলের কোনও যন্ত্রাংশ খারাপ হয়ে গেলে হয় কাটিহার অথবা কিশানগঞ্জে গিয়ে সেই যন্ত্রাংশ আনতে হয়। রাধিকাপুর রেলস্টেশনে ৫৩ কোটি টাকা ব্যয়ে পিঠ লাইন ও সিট লাইনের কাজ রেল দপ্তর অনুমোদন করার ফলে অবিলম্বে সেই কাজ শুরু হয়ে যাবে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সোমবার সন্ধ্যায় এই সংবাদ জানান। তিনি বলেন, 'এই কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এর ফলে আগামীতে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেল স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চলাচল করবার ক্ষেত্রে আর কোন সমস্যা থাকবে না। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পিট লাইন ও শিট লাইনের কাজ সম্পূর্ণ হলেই রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর যাবার ট্রেন উত্তর দিনাজপুর জেলার নাগরিকরা পাবেন।' রাধিকাপুর রেল স্টেশনে পিট লাইন ও সিট লাইনের জন্য ৫৩ কোটি টাকা মঞ্জুর হওয়ায় সাংসদ কার্তিক পালকে অভিনন্দন জানান উত্তর দিনাজপুর জেলার নাগরিকগণ।