কালিয়াগঞ্জের বর পুকুরের ঘাটে ছট পূজা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সোমবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শ্রীমতি নদীর ঘাটে মূল ছট পূজা হলেও বাকি ২৯টি বড় পুকুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছট পূজা অনুষ্ঠিত হয়। ছট পূজা দেখতে শহরের শান্তি কলোনীর শ্রীমতি ঘাটে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, উপ পৌর পিতা ঈশ্বর রজক, উক্ত শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার পৌর কমিশনার রথীন্দ্র নাথ গুহ, মনোজ সরকার, গৌরাঙ্গ দাস, শম্পা কুন্ডু, সহ অনেকেই ছট পূজার ঘাটে যান। ছট পূজা দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয় শান্তি কলোনির শ্রীমতি নদীর ঘাটে। ছট পূজাকে কেন্দ্র করে একদিকে যেমন ব্যাপক পুলিশি ব্যবস্থা আয়োজন করা হয় তেমনি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও নদীর ঘাট সহ বিভিন্ন পুকুরের ঘাটে নজরদারির ব্যবস্থা করা হয়। রাখা হয় প্রশিক্ষণ প্রাপ্ত ডুবুরি। এছাড়াও সিভিল ডিফেন্সের স্পিডবোট সবসময় নদীর জলে ঘুরে বেড়াতে দেখা যায়।
admin