মালগাঁয়ে এসআইআর'কে কেন্দ্র করে পথ অবরোধ
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁওয়ে এসআইআর'কে কেন্দ্র করে ব্যাপক গন্ডগোলের কারনে মালগাওয়ে কালিয়াগঞ্জ দুর্গাপুর হাই রোড অবরোধ করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য তাদের ফর্মের মধ্যে ভুল আছে। এসআইআর'এ কালিয়াগঞ্জের স্থানে রায়গঞ্জের নাম কি ভাবে হয়?এ ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর সাথে গ্রামবাসীদের প্রচন্ড তর্ক বিতর্ক হয়। গ্রামবাসীরা কিছুতেই বুঝতে চাননি নিতাই বৈষ্যের কথা। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকারও চেষ্টা করেন কিন্তু মালগাওয়ের গ্রামবাসীরা কিছুতেই বুঝতে মানতে চাননি। অবশেষে কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎবরণ বিশ্বাস মালগাঁও গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছে আবেদনের সুরে বলেন গন্ডগোল করে কারও কোন লাভ হবে না বরং ক্ষতিই হবে। কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎবরণ বিশ্বাস গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, এসআইআর'এ যে ভুল আছে এতে কোন ক্ষতির ব্যাপার নেই। যে ভুল আছে ওটা আমরা ঠিক করে নেব। আপনারা বিএলওর কথামত ফর্ম ফিলাপ করে জমা দিয়ে দেবেন। এসআইআর'এর কাজে গ্রামবাসীরা সহায়তা করা কর্তব্য। পরবর্তীতে বিডিও বিদ্যুৎবরণ বিশ্বাসের কথামত গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয় বলে জানা যায়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জিও ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের পথ অবরোধ প্রত্যাহার করবার জন্য অনুরোধ করলে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন।
admin