রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন রায়গঞ্জে

রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন রায়গঞ্জে
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের ১ম উত্তর দিনাজপুর জেলা সম্মেলনের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলার কর্ণধার প্রতাপ নায়েক, আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানী সহ অনেকেই। কানাইয়ালাল  আগরওয়াল বলেন, 'পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উত্তর দিনাজপুর জেলা সংগঠন যে ভাবে সরকারি কর্মচারীদের স্বার্থে কাজ করে যাচ্ছে তা এক কথায় অভাবনীয়।'