রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা করলেন খগেন মুর্মু ও শংকর ঘোষের সাথে
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর : ৮ অক্টোবর মঙ্গলবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল তৃণমূলের পোষা গুন্ডাদের ছোঁড়া ঢিলে আহত ও শিলিগুড়ির আহত বিধায়ক ড: শংকর ঘোষকে শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখে এলেন। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন খগেন মুর্মু গুরুতর অসুস্থ।তাকে বেশ কিছুদিন থাকতে হবে চিকিৎসার কারনে।রায়গঞ্জের সাংসদ বলেন গনতান্ত্রিক দেশে কোন দুর্ঘটনা ঘটে গেলে সবারই সেই সমস্ত মানুষদের পাশে দাঁরিয়ে থাকে।আমাদের গাজলের সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক ড: শংকর ঘোষ সেই ভাবেই ত্রাণ নিয়ে দুর্গত মানুষদের পাশে গিয়েছিল।রায়গঞ্জের সাংসদ বলেন এই ঘটনা পূর্ব পরিকল্পিত এটা পরিষ্কার। আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দার সাথে ধিক্কার জানাই।
admin