লক্ষাধিক মানুষের সমাগমে জমজমাট দাঁইহাটের ঐতিহ্যবাহী রাস উৎসব
দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: লক্ষাধিক মানুষের সমাগমে এবারও জমজমাট হয়ে উঠেছিল দাঁইহাট শহরের পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।শাক্ত-বৈষ্ণব এই মিলনক্ষেত্রে ঐতিহ্যবাহী বড়োকালী, শবশিব, গণেশজননী, উগ্রচণ্ডী, মাতঙ্গীদেবীর পুজোর পাশাপাশি নানান থিমের প্রতিমা, বাহারি মণ্ডপ, চোখধাঁধানো আলোকসজ্জা, ট্যাবলো, বিভিন্ন প্রদেশের বাজনা ও নৃত্য সহযোগে শোভাযাত্রা, মেলা..সবমিলিয়েই দাঁইহাটের জমজমাট রাস উৎসব।বর্তমানে যা রাজ্যের উৎসবগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।পূর্ব বর্ধমান জেলার সীমান্তবর্তী ভাগীরথী নদী তীরবর্তী ঐতিহাসিক প্রাচীন জনপদ দাঁইহাটে দু’দিনের রাস উৎসবের সূচনা হয়েছিল বুধবার।বৃহস্পতিবার রাতভর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উৎসব শেষ হয়।কয়েকটি বিচ্ছিন্ন ও অপ্রীতিকর ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হলেও রাসের শোভাযাত্রা নিয়ে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।গতবারের মতো এবারও নির্দিষ্ট রুটের বিভিন্ন জায়গায় নানাকারণে দীর্ঘক্ষণ ধরে শোভাযাত্রার গতি স্তব্ধ হয়েছিল। ফলে গভীর রাতে অসংখ্য দর্শনার্থী শোভাযাত্রার আনন্দ উপভোগ করতে পারেননি এবং কয়েক কিলোমিটার শহরজুড়ে উদ্যোক্তাদের অনেককেই প্রতিমা সহ শোভাযাত্রা নিয়ে নিজ মণ্ডপে ফিরতে সকাল হয়ে যায়।এনিয়ে ছোটোবড়ো অসংখ্য পুজো উদ্যোক্তারা বেশ ক্ষুব্ধ।তাদের মৌখিক অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বাজেটের শোভাযাত্রার আয়োজন বহু মানুষই দেখতে পেল না।তারা কার্যত হতাশ।নানাস্তরের প্রশাসনিক ব্যর্থতার কারণেই দাঁইহাটের রাস উৎসবের ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবারও মার খেয়েছে।শহরবাসীও পুজো উদ্যোক্তাদের এই অভিযোগকেই মান্যতা দিয়েছে।
admin