সুনীল কান্তি রায়ের নামে সরণি
বরুণ মণ্ডল: পিয়ারলেস গোষ্ঠীর প্রয়াত কর্ণধার সুনীল কান্তি রায়ের নামে পূর্ব কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডস্থিত ই এম বাইপাস সংলগ্ন পিয়ারলেস হসপিটাল ও বি. কে. রায় রিসার্চ সেন্টার অংশের একটি রাস্তার সুনীল কান্তি রায় সরণি নামকরণ করা হল। কলকাতা পৌরসংস্থার উদ্যোগে নামকরণ করা এই রাস্তায় পূর্বের মতো যানবাহন চলাচল শুরু করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। ১৮ নভেম্বর এই মনোজ্ঞ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নি ঘোষ, ১০৯ নম্বর ওয়ার্ড পৌরপ্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায় ও ৮৭ নম্বর ওয়ার্ড পৌরপ্রতিনিধি মনীষা বোস প্রমুখ । মহানাগরিক বলেন, ‘আনন্দ লাগে যখন দেখি একজন বাঙালি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর নামে যখন কলকাতার কোনও রাজপথের নামকরণ করতে পারি, তখন নিজে গর্ব করি। এবং সেই কাজটা নির্দেশ দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই মতন সেই রাস্তাটা হয়েছে।' প্রয়াত সুনীল কুমার রায়ের সুযোগ্য সন্তান পিয়ারলেস গোষ্ঠীর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর জয়ন্ত রায় বলেন, ‘একটা খুবই গৌরবময় আবেগময় কৃতজ্ঞতা জানাই। মহানাগরিক যেভাবে এই সরণিটিকে আলোকময় পথ করেছেন কারণ বাবার যে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ক্ষমতা ছিল তা অনন্য। এবং আমাদের যে ভাবাদর্শ সেটাকে আরও মোটিভেট করবে, যে আরও আগামীদিনে আমাদের যে নতুন নতুন প্রকল্প আসছে, এই সরণি আমাদের অনুপ্রাণিত করবে। কিভাবে তার রাস্তায় চলে এই সংস্থাকে আরও বড়ো করা যায়। আরও মানুষের সেবা করা যায়। এবং বাবা যেটা বারংবার বলতে যে, সাফল্যের মাপকাঠি হচ্ছে যে, কত মানুষের জীবন তুমি পেরেছো।' ১৯৯০ - এর দশকে সুনীল কান্তি রায়ের হাত ধরে এই পিয়ারলেস হসপিটালের প্রতিষ্ঠা হয়।
admin