অনূর্ধ্ব ১৯ মহিলা জাতীয় বিদ্যালয় ভলিবলে চ্যাম্পিয়ন বাংলা

অনূর্ধ্ব ১৯ মহিলা জাতীয় বিদ্যালয় ভলিবলে চ্যাম্পিয়ন বাংলা
দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: অনূর্ধ্ব ১৯ জাতীয় বিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গ। সম্প্রতি, মধ্যপ্রদেশের নরসিংহপুরে আয়োজিত চারদিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের সর্বমোট ৭২টি দল( সমান সংখ্যক পুরুষ এবং মহিলা বিভাগ) অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্বের খেলায় বাংলার মেয়েরা দাপটের সঙ্গে লড়াই করে ৩-০ সেটের ব্যবধানে তামিলনাড়ুকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়। বাংলার মহিলা দলের কোচ তথা কাটোয়ার ঘোড়ানাশ হাইস্কুলের শিক্ষক কিশোরকুমার মালাকার বলেন, গতবার এই প্রতিযোগিতার ফাইনালে তামিলনাড়ুর কাছে পশ্চিমবঙ্গ পরাজিত হয়েছিল। এবার আমাদের মেয়েরা সেই তামিলনাড়ুকে হারিয়েই মধুর প্রতিশোধ নিয়েছে। জাতীয় বিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের মেয়েদের এই আকাশছোঁয়া সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যবাসী।