তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরে চার মাস ধরে তারা ভাতা না পাওয়ায় বাধ্য হয়ে উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকের আশা কর্মীরা রায়গঞ্জ জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুতপা ঝাঁ জানান, সারা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৬০০ আশা কর্মীরা এই বিক্ষোভে অংশ গ্রহন করে।সম্পাদিকা চার মাস ধরে তাদের মাসিক ভাতার টাকা পায় না, তাছাড়াও একবছর ধরে পিএলআই এর টাকা সহ বিভিন্ন ধরনের ফান্ডের টাকা দেবার কোন নামগন্ধ নেই।তাই আমরা আজ সোমবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে সমস্যার কথা জানাই। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা তাদের সমস্যার কথা শোনেন এবং আশা কর্মীদের সমস্যার সমাধান কিভাবে করা যায় সে ব্যাপারে প্রতিশ্রুতি দেন আশা কর্মী ইউনিয়নের কর্মকর্তাদের।
আশা কর্মীরা রায়গঞ্জের ঘড়ি মোরে তাদের চার দফা দাবির ভিত্তিতে পথ অবরোধ করলে বেশ কিছুক্ষন গাড়ি চলাচল বন্ধ থাকার পর পুলিশের তৎপরতায় পথ সেই অবরোধ তুলে নেওয়া হয়।