জমি সংক্রান্ত বিবাদ এর জেরে ফলতায় কুপিয়ে খুন
দুই প্রতিবেশীর বচসার জেরে খুন এক প্রতিবেশী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর এলাকার। নিহত ব্যক্তি আহম্মদ আলি।
জানা যায়, নিহত ব্যক্তি আহম্মদ আলী ও প্রতিবেশী আকবর খাঁ এর পরিবারের মধ্যে বৃহস্পতিবার সকালে বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় আহম্মদ আলীকে রড দিয়ে মাথায় আঘাত করে আসগার আলি খানের পরিবারের লোকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় আহম্মদ আলির। পরে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। অন্যদিকে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানাযায়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি আহম্মদ আলী পূর্বে অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন।
ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে ফলতা থানার পুলিশ।
admin