সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: বছর সত্তর বয়সের অধিক অঞ্জাত পরিচয় এক বৃদ্ধ। ক্যানিংয়ের মাতলা দুই পঞ্চায়েত এলাকার পশু চিকিৎসালয় সংলগ্ন রাস্তার পাশে ফুটপাথে পড়েছিলেন। সাধারণ পথচারীরা উঁকি মেরে যে যার গন্তব্যে রওনা দিয়েছিলেন। কেউ সাহায্যের হাত বাড়ায়নি। ওই পথ দিয়েই যাচ্ছিলেন বেকার ওরফে প্রদ্যুৎ মন্ডল নামে এক যুবক। তিনি বৃদ্ধকে কিছু খাবার দিয়ে চলে যায় নিজের গন্তব্যে। ফেরার সময় ও দেখতে পান। অসহায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধ।
বেকার ওরফে প্রদ্যুত মন্ডল আর এক মুহূর্ত সময় নষ্ট করেন নি। স্থানীয়দের সাহায্যে অঞ্জাত পরিচয় বৃদ্ধ কে সাবান,শেম্পু দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে দেন। এরপর চিকিৎসার জন্য ওই বৃদ্ধকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে অঞ্জাত পরিচয় ওই বৃদ্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেকার ওরফে প্রদ্যুৎ মন্ডল জানিয়েছেন, ‘অঞ্জাত পরিচয় ব্যক্তি কথা বলতে পারছেন না। শুধুমাত্র ইকবাল আর সরবেড়িয়া বলতে পেরেছেন। আমি খোঁজ খবর শুরু করেছি। ওই ব্যক্তির সঠিক পরিচয় এবং ঠিকানা উদ্ধারের জন্য। এছাড়াও আশা করি সংবাদ মাধ্যমের সাহায্যে ওই ব্যক্তি কে তাঁর নিকট আত্মীয়ের সাথে মিলন ঘটিয়ে দিতে সক্ষম হবে। বিগত দিনে কাকদ্বীপের এক বৃদ্ধকে মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলেদিতে পেরেছিলাম। আশা করি এবারও তার পুনরাবৃত্তি হবেই।
অন্যদিকে বেকার ওরফে প্রদ্যুৎ মন্ডলের এমন মানবিক কর্মকান্ড কে কুর্ণিশ জানিয়েছেন বিশিষ্টরা।