তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: আসন্ন ছট পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কালিয়াগঞ্জ শহরের হিন্দিভাষী এলাকায় তৎপরতা শুরু হয়ে গিয়েছে।কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডের সাড়ে বারো হাজার নাগরিককে ছট পূজায় সহায়তা করার জন্য ওই পৌর সভার পক্ষ থেকে পাঁচ কেজি করে গম ও চাল দেওয়া শুরু করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ নম্বর ওয়ার্ডের শংকর মোহন্ত নামে জনৈক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে পাঁচ কেজি গম দিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা রামনিবাস সাহা। ১৩ নম্বর ওয়ার্ডের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি শংকর মোহন্ত সাংবাদিকদের জানান, কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আমাকে গম দেওয়ায় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উপ পৌরপিতা ঈশ্বর রজককে এবং কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা রামনিবাস সাহাকে ধন্যবাদ জানাই