রায়গঞ্জে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৬ তম রাজ্য সম্মেলন রায়গঞ্জ শাখার সহযোগিতায় শুরু হল। শতাব্দী প্রাচীন এই সংগঠনের সূত্রপাত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বারাণসীতে। শিল্পী সাহিত্যিকদের নিজস্ব এই মঞ্চে সভাপতির পদ অলংকৃত করছেন বিশ্বভারতী ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য উদ্ভিদ বিজ্ঞানী ড: স্বপন কুমার দত্ত।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শ্রী সন্দ্বীপ বিশ্বাস সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, স্থানীয় প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, আঞ্চলিক পৌরসভার উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, পরিচালন সংগঠনের কেন্দ্রীয় সচিব অনিল ধর এবং সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি রামপ্রসাদ বিশ্বাস।
সংগঠনের রায়গঞ্জ শাখার সম্পাদক কল্যাণ চক্রবর্তী জানান এই সম্মেলনে সারা রাজ্যে থেকে মোট ৫০০শিল্পী, সাহিত্যিক ও কবি আমাদের রায়গঞ্জে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত হয়ে ছিলেন।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলন শুরুর পূর্বে উপস্থিত শিল্পী, সাহিত্যিক কবি এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বিশাল শোভাযাত্রা রায়গঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বলে তিনি মন্তব্য করেন।
admin