ভিক্ষুকের বেশে মহিলা চোর ধরা পড়লো অশোকনগরে

ভিক্ষুকের বেশে মহিলা চোর ধরা পড়লো অশোকনগরে
বিশ্বজিৎ বালা, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার সাত সকালেই হুলস্থূল কান্ড বাঁধল অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। সেখানে চুরি করতে এসে হাতেনাতে ধরা পরলো এক মহিলা চোর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ এবং অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদের পরে জানতে পারা যায়, অভিযুক্ত এই মহিলারা নাম অঞ্জলী বেদ। বয়স ৩৫ বছর। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণগঞ্জ থানার আসানসোলের কুণ্ডল পাড়া। তবে এই অঞ্জলী বেদ বিগত বেশ কয়েক বছর ধরে শিয়ালদা ১২ নম্বর গেট এলাকায় ভাড়া থাকেন। এদিনও সাত সকালে শিয়ালদা থেকে ট্রেন ধরে অশোকনগরে নেমে ভিক্ষুকের বেশে অশোকনগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি বাড়িতে সাহায্য চাওয়ার নাম করে ঢুকে পড়েন। বাড়ির লোক কিছু বুঝে ওঠার আগেই কারও বাড়ি থেকে মোবাইল কারও বাড়ি থেকে মানিব্যাগ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিতে থাকে। এমনই একটি বাড়িতে অর্পিতা চট্টোপাধ্যায় নামে এক গৃহবধূর বাড়িতে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত অঞ্জলি বেদ। আর এই খবর চাউর হতেই এলাকায় আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে এই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে মহিলাকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্ত অঞ্জলি বেদকে অশোকনগর থানার পক্ষ থেকে বারাসাত আদালতে তোলা হয়।