প্রতীতির প্রাণপুরুষ তথা বিশিষ্ট নাট্যকার উৎপল ঝাঁ সংবর্ধিত

প্রতীতির প্রাণপুরুষ তথা বিশিষ্ট নাট্যকার উৎপল ঝাঁ সংবর্ধিত
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে কালিয়াগঞ্জের ভ্রাম্যমান মাসিক সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা 'প্রতীতি'র প্রাণ পুরুষ তথা কালিয়াগঞ্জের ভূমিপুত্র এবং বিশিষ্ট নাট্যকার ও অবসরপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল ঝাঁকে প্রতীতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা হিসাবে উৎপল ঝাঁকে প্রথমে উত্তরীয় পরিয়ে দেবার পর তাকে পুষ্প স্তবক দিয়ে তার হাতে উত্তর দিনাজপুর জেলার টেরাকোটার বিষহরি মায়ের ছবি তুলে দেওয়া হয়। পরবর্তীতে মানপত্র পাঠ করার পর উৎপল ঝাঁয়ের হাতে মানপত্রটি তুলে দেন প্রতীতির কর্ণধার কাঞ্চন কুমার দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুসন্ধানকারী রাজ কুমার জাজদিয়া, কবি ননীগোপাল শীল, কবি তপন কুমার চক্রবর্তী, পত্রিকা সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি, কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অনুপ জয়সোয়াল, প্রেস ক্লাবের সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, সংস্থার যুগ্ম সম্পাদিকা সুমনা গুহ, কবি নন্দিতা চক্রবর্তী, অরুণ দাস। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুকান্ত গুহ, বক্তব্য রাখেন প্রতীতির যোগাযোগ সম্পাদক প্রদীপ কুমার রায়। "অতীতের আলোকে প্রতীতি" সম্পর্কে আলোকপাত করতে গিয়ে কালিয়াগঞ্জের ভূমি পুত্র তথা বিশিষ্ট নাট্যকার ও অবসরপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল ঝাঁ বারবার বলতে থাকেন, 'আপনারা যে সন্মান আমাকে দিয়েছেন আমি তার আদৌ যোগ্য নই। তবে এই প্রাণ ভরা ভালোবাসার কোন বিকল্প নেই।আমি কর্মসূত্রে কলকাতায় থাকলেও আমার মন প্রাণ পরে থাকতো কালিয়াগঞ্জে।আমি আপনাদের ভালবাসায় আপ্লুত।এক কথায় অসাধারন।' একই অনুষ্ঠানে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকেও উৎপল ঝাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। উৎপল ঝাঁ প্রতীতির প্রতিষ্ঠিত লগ্নের নানান ধরনের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনল ফৌজদার, সুমিতা দে, রূপা বসাক এবং বিপুল কুমার মৈত্র। সমবেত আবৃত্তি "ভারতবর্ষ" পরিবেশন করেন সুজাতা দত্ত, পাপিয়া কুন্ডু এবং পিয়া গুপ্তা চক্রবর্তী। অনুষ্ঠান শেষে ভূমিপুত্র তথা বিশিষ্ট নাট্যকার উৎপল ঝাঁ তার কবিতা সংকলন থেকে একটি মনোগ্রাহী কবিতা পাঠ করে শোনান। কবিতা পাঠ শেষে উৎপল ঝাঁ বলেন, 'প্রতীতির ৫০ বর্ষ পূর্তি  অনুষ্ঠান হবে এই অপেক্ষায় রইলাম।' অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট লেখক তথা কবি তপন কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনার  দায়িত্ব পালন করেন প্রতীতির যুগ্ম সম্পাদক বিপুল কুমার মৈত্র।